জনাব সুমন কুমার শর্ম্মা
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
বিস্তারিত জীবন বৃত্তান্ত:
জনাব সুমন কুমার শর্ম্মা ১৯৮৩ সালে পাবনা জেলার বেড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিষয়ে স্নাতক (সম্মান) ও এগ্রোনমি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১২ সালে ৩০তম বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের একজন সদস্য হিসাবে যোগদান করেন। পূর্বে ২০১০ সালে তিনি ২8তম বিসিএস (কৃষি) ক্যাডারের একজন সদস্য হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন দপ্তরে যেমন- পিটিএসটি অডিট অধিদপ্তর, সিএও/মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ের হিসাব বিভাগ, কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তর এবং হিসাব মহানিয়ন্ত্রক-এর কার্যালয়ে বিগত প্রায় ১০ বছর ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি গত ১৭ জুন ২০২৫ খ্রি. তারিখ হতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) হিসেবে কর্মরত আছেন। এ কার্যালয়ে যোগদানের পূর্বে তিনি অর্থ বিভাগের বাস্তবায়নাধীন SPFMS কর্মসূচি’র আওতায় Scheme on Improvement of Public Financial Service Delivery through Implementation of BACS & iBAS++ স্কিমের Consultant (SAE & SOE Implementation) পদে বিগত ০১ মার্চ ২০২১ খ্রি. তারিখ হতে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. পর্যন্ত ০৪ বছর নিরবচ্ছিন্নভাবে অর্পিত দায়িত্ব পালন করেছেন। তিনি ভারত ও চীন সফর করেছেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।